ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩জন গুরুতর আহত হয়েছে। এরা হলেন- আড়ংঘাটা গাইকুড়ের মনির শেখ (৪৩), খালিশপুরের টিপু মুন্সি (৪৮) ও মিরেরডাঙ্গার রবিউল ইসলাম (৩৮)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মনির শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুর ২টার দিকে খর্ণিয়া-বসুন্দিয়া সড়কে প্রনব কুমার ঘোষের বাড়ি সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি উদ্ধার করেছে।
জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বসুন্দিয়া সড়কে দুপুর দেড় টার দিকে সিএনজিযোগে ওরা আসে। এরপর প্রনব কুমার ঘোষ পিকুর বাড়ির সামনে তাদের অবস্থান এবং গতিবিধি সন্দেহজনক হওয়ার একপর্যায়ে স্থানীয় লোকজন মবসৃষ্টি করে চোর সন্দেহে গণপিটুনি দেয়। তবে ঘটনার পর থেকে রাত ৯টা পর্যন্ত ঘটনার বিষয় এলাকার লোক কিছুই বলছে না। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে সন্দিগ্ধ ব্যক্তিদের আনা সিএনজি অটোটি উদ্ধার করে।
এ বিষয় থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানিয়েছেন, মবসৃষ্টি করে সন্দিগ্ধ ব্যক্তিদের বেপরোয়া মারপিট করা হয়েছে। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এ ঘটনা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে।