পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, ডা. মেহেদি হাসান, ওসি তদন্ত ইদ্রিসুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচএম সফিউল ইসলাম।