Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নওয়াপাড়ায় চাঁদাবাজি মামলায় বিটুর একদিনের রিমান্ড মঞ্জুর

এখন সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৫, ১২:১৫:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর অভয়নগরের নওয়াপাড়ার বহুলালোচিত চাঁদাবাজি মামলায় শাকির আহমেদ বিটুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। শাকির আহমেদ বিটু নওয়াপাড়ার রানা ভাটা এলাকার রমজান আলীর ছেলে। এর আগে এ মামলায় আটক কামরুজ্জামান মিঠুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন বিচারক।
মামলার অভিযোগে জানা গেছে, মেহেদী হাসান নওয়াপাড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জনিকে চাঁদা হিসেবে ১ লাখ টাকা দিতে হয়েছিল। ৭ জুলাই মিঠু ফোন করে মেহেদী হাসানকে দেখা করতে বলেন বিএনপি নেতা জনির অফিসে। মেহেদী হাসান রাতে জনির অফিসে গেলে জনি জমি বিক্রির ৩০ লাখ টাকা লাভ হয়েছে বলে চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় জনি, মিঠু, সাবিক, সম্রাট মারপিট করে মেহেদীকে দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করে নিতে চায়। এরপর আসামিরা মেহেদীকে তার বাড়ি নিয়ে গিয়ে চাঁদার টাকা বাবদ চেক দিতে বলে। এক পর্যায়ে আসামিদের ভয়ে মেহেদীর স্ত্রী একটি ৫০ হাজার টাকার সাক্ষরিত চেক ও অপর দুইটি টাকার অংক লেখা স্বাক্ষর বিহীন চেক দিলে তা নিয়ে তারা দ্রুত চলে যায়। আসামিরা ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে নেয়। পরদিন স্বাক্ষর বিহীন চেকে স্বাক্ষর করে না দিলে খুন-জখম করবে বলে হুমকি দেয়। আসামিদের ভয়ে মেহেদীর পরিবার বাড়ি ছাড়া। এ ঘটনায় ১৩ আগস্ট মেহেদীর স্ত্রী রাবেয়া সুলতানা সুমি আদালতে মামলা করেন। আদালতের আদেশে অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিহির মন্ডল গত ২৮ আগস্ট আটক শাকির আহমেদ বিটুর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক বিটুর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)