কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে বাংলাদেশের জামায়াত ইসলামীর একদল কর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার বিকেলে ইউনিয়নের ঘোজের মাঠ নামক স্থানে শেখ শামসুদ্দিনের সভাপতিত্বে ইউনিয়নে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জি এম আবুল হোসেন, প্রচার সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, যুবদল নেতা আব্দুল হক,আবুল কাসেমসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পথসভা শেষে ওসমান গাজী সহ একদল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী গাজী গোলাম মোস্তফা বাবুর হাতে ফুলের তোড়া দিয়ে আজীবন বিএনপি করার অঙ্গীকার করেন।