Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

১০ দাবি আদায় না হওয়া পর্যন্ত ফরম পূরণ করবে না শিক্ষার্থীরা

এখন সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৫, ১২:১৪:৩৯ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীরা ফরম পূরণ করবে না বলে ঘোষণা দিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা করা হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী রায়হান কবির, ফেরদাউস আহমেদ, ইসরাত জাহান সাদিয়া, সাব্বির আহমেদ, দেলোয়ার হোসেন, শামীম হোসেন, নুসরাত জাহান ঐশী, মো. বাসার, ফারজানা ইয়াছমিন, ডলি খাতুন প্রমুখ।
এ সময় বক্তারা ১০ দফা দাবি তুলে ধরে বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণের ফি বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থী বান্ধব ও আর্থিকভাবে সহনশীল ফি নির্ধারণ করতে হবে। ইমুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা করতে হবে। ভবিষ্যতে এ ধরণের অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে। ফলাফল পুনঃমূল্যায়ন ফি ১০০ টাকার বেশি করা যাবে না। সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা করতে হবে। অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক অনুদার প্রদান করতে হবে। হঠাৎ ফি বৃদ্ধির কারণ ও ব্যাখ্যা সবার সামনে তুলে ধরতে হবে। তত্বীয় ফি ২৫০ টাকা করাসহ ইনকোর্স ও নির্বাচনি ফি ২০০ টাকা করতে হবে।’
বক্তারা আরো বলেন, ‘২০২৪ সালে তিন হাজার ৪০০ টাকা ফি’র স্থলে এ বছর অতিরিক্ত দুই হাজার ২৬৫ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ৬৬৫ টাকা করা হয়েছে। কেন এই বৈষম্য। তাই ঘোষিত ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনার্স ২য় বর্ষের কোনো শিক্ষার্থী ফরম পূরণ করবে না। চাপিয়ে দেওয়া বৈষম্য প্রতিহতে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য না করার আহবান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)