Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় জাবির আলামিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এখন সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৫, ০৭:৪৫:৩৩ পিএম

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় জুলাই শহীদ জাবির আল- আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ৯ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ১১ নম্বর সুকপুকুরিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে ৯ টি দল এই খেলায় অংশ গ্রহণ করে।
৬ সেপ্টেম্বর শনিবার রামকৃষ্ণপুর হাইস্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ১ নম্বর নগর বর্ণী ওয়ার্ড ফুটবল একাদশের সাথে লড়াই করে ৫ নম্বর রামকৃষ্ণপুর ফুটবল একাদশ।
খেলায় আকরাম হোসেনের একমাত্র গোলে নগর বর্ণী ফুটবল একাদশ বিজয়ী হয়।
১-০ গোলে হেরে রামকৃষ্ণপুর ফুটবল একাদশ রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অতিথিরা।
খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় সেরা গোলকিপারের পুরস্কার পায় নগর বর্ণী ফুটবল একাদশের গোল রক্ষক আশিকুর রহমান। সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রামকৃষ্ণপুর ফুটবল একাদশের আরাফাত হোসেন সুর্য।
এছাড়া অংশগ্রহণকারি সকল দলের ক্যাপ্টেনের হাতে শান্তনা ট্রফি তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সুকপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলিম ও বিএনপি নেতা হযরত আলীসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)