Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে কৃষককে কুপিয়ে জখম

এখন সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ০৫:৫০:২৭ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার ফুলসন্ধি ইউনিয়নের মাড়ন্দী বন কুমড়াপাড়ায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আকিদুল বিশ্বাস (৫০) নামের এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার রাতে মসজিদ থেকে এসার নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে ডাক্তার রেফার্ড করলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আকিদুল মাড়ন্দী বনকুমড়া গ্রামের মৃত আব্দুল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মাড়ন্দী বনকুমড়া পাড়ায় দীর্ঘদিন ধরে রাজ্জাক বিশ্বাস ও ইমরোজ গ্রুপের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বেশ কিছুদিন আগে ইউনিয়নের টিকারী বাজারে রাজ্জাক গ্রুপের মিঠুকে এলোপাতাটি মারধর করে, একই গ্রুপের আকিদুলকে গতকাল রাতে কুপিয়ে জখম করে ইমরোজ গ্রুপের ইমরোজ, শাহিনুর, সোহান, আলিউল, আলী কদর, ইমামুল, মাসুম, সোহেল, হিরন, শাহিনুরসহ অনেকে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি শোনার পর আমি নিজেই হাসপাতালে গিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)