চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে আবু বকর (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। মৃত শিশু উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের শামিম হোসেনের ছেলে।
প্রতিবেশীরা জানিয়েছেন, সকালে বাড়ির অন্য শিশুদের সাথে আবু বকর খেলা করছিল। হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে।
তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।