Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় রাস্তার সংস্কার কাজ পরিদর্শন ইউএনও’র

এখন সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ১০:১১:০৮ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার বয়রা শ্মশান ঘাট হতে হাড়িয়া ব্রীজ অভিমুখী সড়কের ভাঙা অংশ সংস্কারের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন জায়গায় ছোট- বড় খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয়সহ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারেরে উদ্যেগ নেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে সড়ক সংস্কারের কাজ বাস্তবায়িত হচ্ছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইউএনও সংস্কারাধীন সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের গুণগত মান নিশ্চিত করে দ্রুত শেষ করার নির্দেশনা দেন। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ সিএ কৃষ্ণপদ মন্ডল, ফটোগ্রাফার হিরন্ময় ব্যানার্জি ও আনসার সদস্যবৃন্দ। এলাকাবাসী জানান, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সড়কটির সংস্কার করা তাদের প্রাণের দাবি ছিলো। এজন্য উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সড়কটির সংস্কার কাজ শেষ হলে স্থানীয় বাসিন্দাসহ লতা ইউনিয়নের জনগণের যাতায়াত ও যানবাহন চলাচল সুগম বলে আশা প্রকাশ করেছেন তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)