Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৪৮ ঘণ্টার মধ্যে পরিশোধ করা হবে কৃষকের আখের মূল্য : বিএসএফআইসি চেয়ারম্যান

এখন সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৫, ১১:৫৮:১০ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ২০২৫-২৬ মাড়াই মৌসুমে মিলে আখ সরবরাহের ৪৮ ঘণ্টার মধ্যে কৃষকের আখের মূল্য পরিশোধ করা হবে। আখ বিক্রির সাথে সাথে কৃষকের টাকা পরিশোধের চেষ্টা করা হচ্ছে। কৃষকদের আখ মিলে দেয়ার পর টাকার জন্য অপেক্ষা করতে হবে না। ধাপে ধাপে আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এখন সময় উপযোগী মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে) রশিদুল হাসান মোবারকগঞ্জ সুগার মিলের ২০২৫-২৬ রোপণ মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। শুক্রবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের আজগার আলীর ক্ষেতে আখ রোপণের পর উদ্বোধন শেষে ওই ঘোষণাটি দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক ড. আব্দুল আলিম খান, যুগ্ম সচিব সাজেদুর রহমান, করপোরেশনের প্রধান (সিপিই) ড. জেবুন নাহার ফেরদৌস, প্রধান প্রকৌশলী মো. মাহমুদুল হক, ফিল্ড রিচার্স বিভাগের মহাব্যবস্থাপক মো. ইউসছুফ আলী, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জুবায়ের, জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল, মৌচিক শ্রমিক ইউনিয়নে সভাপতি শফিকুল ইসলাম রিংকু, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ও সাবজোন প্রধান দেবেনন্দ্রনাথ মন্ডল প্রমুখ।
পরে মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জুবায়ের এর সভাপতিত্বে মিল এলাকার কৃষকদের অংশগ্রহণে আখচাষ বৃদ্ধি ও মিলে পরিষ্কার পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান বলেন, চিনি শিল্পের উন্নয়নে কাজ করা হচ্ছে। আগামিতে আখের মূল্য বৃদ্ধি করা হবে। মানসম্মত সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হবে। আখ দির্ঘ মেয়াদি ফসল তাই আখের সাথে সাথী ফসলের চাষে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ দেয়া হবে। আখচষের সাথে বহুমুখি অর্থকারী ফসল চাষে উদ্বুদ্ধ করা হবে। আখচাষ লাভজনক করতে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে। সভায় কৃষকদের মধ্যে বদর উদ্দীন, আব্দুল ওয়াদুদ, মিজানুর রহমান ও আলহাজ্ব আব্দুস সবুর বক্তব্য রাখেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)