বাবুল আক্তার, চৌগাছা : আগামী নির্বাচনে যশোর-২ চৌগাছা ঝিকরগাছা আসনে ধানের শিষের বিজয় নিশ্চিত করতে হবে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র সহ্য করা হবেনা। যিনি ধানের শীষের প্রার্থী হবেন তার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। আপনারা ফ্যাসিবাদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকবেন। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে শহরের প্রেসক্লাব মোড়ে চৌগাছা উপজেলা বিএনপি এক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য ও যশোর চেম্বারস অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর-২ চৌগাছা ঝিকরগাছা আসনের মনোনয়ন প্রত্যাশী জহরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী দফাদার, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দিন খান, মোস্তাক আহমদ,উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা কৃষক দলের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি মেহেদী হাসান,ছাত্রদলের সভাপতি ইমন হাসান রকি প্রমুখ।