মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের মানবতার সেবক রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে ৮ দলীয় গোল্ডকাপ টুর্নামেন্টের প্রথম রাউন্ড সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৪টায় নকআউট পদ্ধতির প্রথম রাউন্ডের শেষ ম্যাচে শেখহাটি ফুটবল একাডেমি, নড়াউল ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ডুমুরিয়া ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ৪-২ পরাজিত করে সেমিফইনালে উত্তীর্ণ হয়েছে।
জানাযায়, খানপুর-খামারবাড়ি স্কল মাঠে অনুষ্ঠিত নির্ধারিত ৯০ মিনিটে খেলা ২-২ গোলে সম্পন্ন হয়। এরপর খেলার নিয়ম অনুয়াযী খেলাটি ট্রাইব্রেকাওে ফলাফল নির্ধারিত হয়। এতে শেখহাটি ফুটবল একাডেমি, নড়াউল ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ডুমুরিয়া ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ৪-২ পরাজিত করে পরবর্তী রাউন্ড অর্থ্যাৎ সেমিফইনালে উত্তীর্ণ হয়েছে।
এ খেলায় প্রধান অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম। বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস, এম মজনুর ররহমান, মণিরামপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক রবিউল ইসলাম মিঠু, মণিরামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, বিএনপিনেতা খান শফিয়ার রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য আসাদুজ্জামান রয়েল, উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক আশরাফুজ্জান টুটুল প্রমুখ।