Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সিএসও অ্যালায়েন্সের গোলটেবিল বৈঠক

দেশকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে : অমিত

এখন সময়: রবিবার, ২০ জুলাই , ২০২৫, ০২:৪৮:৫৯ পিএম

 

 

নিজস্ব প্রতিবেদক: এনজিওদের সংগঠন সিএসও অ্যালায়েন্সের উদ্যোগে যশোরে শনিবার ‘কেমন নাগরিক সংগঠক চাই’ শীর্যক গোলটেবিল বৈঠক হয়েছে। শহরের আরআরএফ ট্রেনিং সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে আলোচক বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। এজন্য আমরা আমাদের নেতাকর্মীদের শিক্ষা দিচ্ছি যেন বিগত আওয়ামীলীগ সরকার যে নির্যাতন, লুটপাট করেছে তা করা যাবেনা। প্রতিশোধ নিতে আমরা শিক্ষা দিচ্ছিনা। বিএনপি সবসময় দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে আসছে।

তিনি বলেন, বিগত সরকারের আধ্যিপত্যে বাজায় রাখতে এনজিওগুলো কাজ করেছে। এজন্য শেখ হাসিনা অনুধাবন করেছিলেন এনজিওগুলোর শক্তি কতটা মজবুত। সেজন্য তারা এনজিওগুলোর মাজা ভেঙ্গে দিয়েছিল। এনজিওগুলোকে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ এনজিওগুলোকে ভালো চোখে দেখেনা। কেননা এনজিওগুলোর স্বাস্থ্য ভালো হলেও গরিব মানুষের স্বাস্থ্য ভালো হচ্ছেনা। এজন্য জনগণের বন্ধু হতে চাইলে এনজিওগুলোকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তানাহলে এনজিওগুলো টিকে থাকতে পারবেনা।

আলোচক যশোর বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবদুল মজিদ বলেন, বিগত ১৬ বছরে রাজনীতিক ও এনজিওগুলো জনগণের টাকা লুটেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অথচ এনজিওগুলো দেশের শিক্ষা-গবেষণা, স্বাস্থ্যখাতে বিনিয়োগ করে অবদান রাথতে পারতো। দেশের যুবসমাজকে স্কিল ডেভলপমেন্ট শক্তিশালি করে বিদেশে পাঠাতো পারত। তাহলে দেশ রেমিটেন্সে আরও ভালো অবস্থানে থাকতো। দেশের বড় এনজিওগুলোতে বিগত সময়ে যে বিদেশি ফান্ড এসেছে সেটা সৎ ব্যবহার করলে ভবিষ্যতে আর অন্যর দ্বারস্থ হতে হতোনা। নিজেরাই স্বাবলম্বী হয়ে যেত।

জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম বলেছেন, এনজিওগুলোর দাবি করেন তাদের ঋণ নিয়ে অনেকে স্বাবলম্বী হয়েছেন। কিন্তু কতজন ঋণ পরিশোধ করতে না পেরে জীবন দিয়েছেন সেই ডাটা তারা করেন না। এনজিও কর্মীরা যখন টাকা নেবার জন্য বাড়িতে বসে থাকেন। তখন নিরুপায় হয়ে অসহায় মানুষ নিজের জীবন দিয়ে দিচ্ছে। এজন্য এনজিওগুলোকে নিজের ব্যবসার দিকে শুধু তাকালে হবেনা, পাশাপাশি দেশের কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাত নিয়ে কাজ করতে হবে।

যশোরের পুলিশ সুপার রওনক জাহান বলেছেন, আগে নিজেকে বদলাতে হবে তাহলে নাগরিক সমাজ তথা দেশ বদলে যাবে। কোথাও কোন স্বচ্ছতা নেই, ব্যবসায়ী কত টাকা লাভ করছে সেটা বলছেনা। এনজিওগুলোতে কোন ধরণের স্বচ্ছতা বজায় রাখেনা। পারিবারিক প্রতিষ্ঠান গড়ে তোলেন তারা। এজন্য অবশ্যই দেশের দারিদ্রতা দূর করতে এনজিওগুলোর ভূমিকা থাকা জরুরি।

আরআরএফে’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অংশ নেন বেসরকারি সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্ট্রার সারা হোসেন, জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাড, সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, পরিচালক শ্যামল দাস সিআইপি, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার আলাউদ্দিন আল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শুয়াইব হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)