Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এখন সময়: রবিবার, ২০ জুলাই , ২০২৫, ০২:৪১:৫৬ পিএম

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শনিবার সকালে আনোয়ার একাডেমিক কোচিং সেন্টারের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ বছর এসএসসি পরীক্ষায় কোচিং সেন্টার থেকে অংশগ্রহণকারী জিপিএ ৫ প্রাপ্ত ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

আনোয়ার একাডেমিক কোচিং সেন্টারের পরিচালক আনোয়ার হোসেন শিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার সাদাত।

শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চর জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম, অভিভাবক সুকেন্দ্রনাথ বিশ্বাস, সাব্বির হোসেন, বাবলু মিয়া, সাংবাদিক মহসিন মোল্যা, জুয়েল রানা, কৃতি শিক্ষার্থী সাদিয়া সাদাত মৌরিন, তাবিন ইসলাম, সিন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)