বাঘারপাড়া প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থায় আরবি ভাষার পাশাপাশি ইংরেজী ভাষা শিক্ষার উপর অধিকতর গুরুত্ব দিতে হবে। ইতোপূর্বে মাদ্রাসা শিক্ষার্থীরা আরবি ও ইংরেজি শিক্ষায় দক্ষতা অর্জন করে দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যা স্বপ্ন নয় বাস্তব, ভুল স্বপ্ন দেখাকে বন্ধ করে স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে ও আদর্শবান সন্তান গড়তে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। এজন্য আপনাদের সন্তানদের আরবি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি ইংরেজি শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারে সেদিকে নজর দিতে হবে।
শুক্রবার সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার জাফরীয়া ‘জীবন্ত কুরআন বহুমুখী আদর্শ মাদরাসা’ পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ধর্ম উপদেষ্টা আলহাজ ড. আ.ফ.ম খালিদ হোসেন এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ইতিহাস বদলে দিতে, এখন থেকে মাদরাসা শিক্ষার্থীদের সততা নৈতিকতার পাশাপাশি আরবি, ইংরেজিসহ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার মানসিকতা তৈরি করতে হবে ।
সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, অ্যাড. গাজী এনামুল হক, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাইজুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক মাও. ইলিয়াস হুসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী, এনসিপিসহ সকল দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।