কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস হুইল চেয়ার, ক্র্যাচ, শ্রবণ যন্ত্র, চশমা/সাদা ছড়ি, ঔষধ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার কেশবপুর উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মোঃ জহির উদ্দিন, সন্তোষ কুমার মন্ডল, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস পারভীন, আলতাপোল মধ্যম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষ মশিয়ার রহমান, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সরকারের বিভিন্ন উন্নয়ন ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারি সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” সহায়তা পেয়ে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান।