আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা পেশাজীবী বিভাগের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকাল ৪ টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাও. আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদ মোড়লের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের উপজেলা সভাপতি মাও. আব্দুল বারী, ব্যবসায়ী সংগঠন (আইবিডব্লিউএফ)এর উপজেলা সেক্রেটারী মাস্টার আবুল খায়ের, আনুলিয়া ইউনিয়ন সভাপতি মাও. কামরুল ইসলাম, বড়দল ইউনিয়ন সভাপতি ডাক্তার সোহরাব হোসেন প্রমুখ। বক্তারা আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে দলে দলে যোগদান করতে পেশাজীবী বিভাগের সকল দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানান।