শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বেনাপোল আল ফলাহ স্কুলে পৌর আমির মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জামায়াতে ইসলামীর যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।
বেনাপোল পৌর শাখার সেক্রেটারি আলহাজ্ব নূরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা আমীর রেজাউল ইসলাম। এছাড়া থানা ওলামা বিভাগের সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মী সম্মেলনে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের মাধ্যমেই আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।” তিনি কর্মীদের ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।