Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে দুই লাখ নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য বিএনপির

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ১১:৫৩:২৭ এম

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে দুই লাখেরও বেশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে বিএনপি। শনিবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি শেখ আব্দুল হালিম খোকন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। অনুষ্ঠানে জেলার ৬ উপজেলার কয়েক’শ নেতাকর্মী বিএনপির এ কর্মসূচিতে যোগদান করেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়) জয়ন্ত কুমার কুন্ডু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাবলু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবু সাঈদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক।

সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও থানার নেতাকর্মীরা অংশ নেন। এসময় দলীয় সদস্য নবায়ন ফরম বিতরণ করেন নেতাকর্মীরা।

বক্তৃতায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। এর মাধ্যমে তৃণমূলে দল আরো শক্তিশালী হবে। নেতৃবৃন্দ নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি মধ্যে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে যেতে না পারে সেদিকে খেয়াল রাখার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে তৃণমূলের নেতারা অভিযোগ করে বলেন, দলের পরীক্ষিত নেতারা আজ মিছিল মিটিংয়ে জায়গা পান না। ৫ আগস্টের পর যারা দলে সক্রিয় তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। বক্তারা জেলা ও উপজেলার কতিপয় নেতার বিরুদ্ধে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দেয়ার অভিযোগ করেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ জানান, ঝিনাইদহের ৬৭ ইউনিয়নের প্রতিটিতে ১৮০০ করে নতুন সদস্য সংগ্রহ করা হবে। এ ছাড়া ৬টি পৌরসভার ৫৪টি ওয়ার্ডে ৯৭ হাজার দুই’শ সদস্য সংগ্রহ করা হবে। সব মিলিয়ে জেলায় দুই লাখ ১৭ হাজার ৮০০ নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)