সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১০ জন সাংবাদিক গরমে অসুস্থ হয়ে পড়েছে। তীব্র তাপদাহ, দীর্ঘ সময় অপেক্ষা এবং আয়োজকদের চরম অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।
অসুস্থ সাংবাদিকদের মধ্যে রয়েছেন যমুনা টিভি’র জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, এখন টিভি’র জেলা প্রতিনিধি আহসান রাজিব, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মনিরুল ইসলাম মনি,আমাদের সময় ও মাছরাঙ্গা টেলিভিশনের মোস্তাফিজুর রহমান উজ্জল, ঢাকা পোস্ট’র ইব্রাহিম খলিল, ভিডিও জার্নালিস্ট ইয়ারুল ইসলাম, ইদ্রিস আলী, জাকির হোসেন, মাসুদ রানা, এবং সাংবাদিক গাজী হাবিব। তাদের মধ্যে অনেকে বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।