কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশ বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে বিএনপি কাজ করে যাচ্ছে। আমরা উন্নয়নের ধারায় নতুন এক বাংলাদেশ গড়তে চাই। সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। আমরা কোনো অন্যায় করব না, প্রশ্রয়ও দিব না। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু। উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহ উদ্দিন পারভেজ, শেখ ফরহাদ হোসেন তপু, মেহেদী হাসান রাজু, রুহুল আমিন খোকন, পৌর যুব দলের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর হোসেন, আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আরিফুর রহমান রঞ্জু, যুগ্ম আহবায়ক মুসা কারিম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, শাহাবুদ্দিন, উপজেলা তাঁতিদলের আহবায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, ছাত্রদল নেতা সোহেল, আকিব, সৈকত, শুভ রাসেল প্রমুখ।