শাহীন আলম তুহিন, মাগুরা : জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, কোন ফ্যাসিস্ট সরকার দেশে ঠাঁই পাবে না। নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি সারাদেশে দেশের ছাত্রজনতাকে সাথে নিয়ে পথযাত্রা করছে। আপনারা আমাদের সহযোগিতা করুন। যাতে জাতীয় নাগরিক পার্টি একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারে। ইতোমধ্যে আমরা জাতীয় ঐক্যমত কমিশনে আমাদের নানা প্রস্তাব দিয়েছি। ফ্যাসিস্ট সরকারের সাথে যারা জড়িত ছিল তাদের যথাযথভাবে বিচার করতে করে। অনেক রক্তের বিনিময়ে ছাত্র জনতা এদেশে নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে। তাই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের যেন আমরা ভুলে না যাই। জাতীয় পার্টির এ শীর্ষ নেতা আরো বলেন,শহীদ মুগ্ধ,সাঈদসহ জুলাই আগস্টের সকল শহীদ আমাদের গর্ব। এ সব শহীদের বিচার অবিলম্বে করতে হবে। তাদের বিচার নিয়ে করা হচ্ছে নানা টালবাহানা চলছে। দেশে মৌলিক সংবিধান ও সংস্কার খুবই প্রয়োজন। জুলাই আগস্টে শুধু ঢাকা নয় মাগুরারও অনেক ছাত্র শহীদ হয়েছে। সেই শহীদদের মর্যাদা আমাদের দিতে হবে। আপনারা মাগুরাবাসী সোচ্ছার হন আমরা যেন একটি নতুন বাংলাদেশ গড়তে পারি। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। সন্ত্রাস, দুনীতি ও আদর্শ বাংলাদেশ গড়তে এনসিপির সাথে থাকুন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় মাগুরা শহরের ভায়না মোড়ে জুলাই পদযাত্রায় এক পথসভায় এ কথাগুলো বলেন তিনি। এ সময় পথসভায় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম আদীব,মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি,দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম আলম প্রমুখ।
এর আগে দুপরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাগুরায় পৌছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানায় জেলার জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। পরে মাগুরার নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহবায়কসহ নেতৃবৃন্দ পদযাত্রায় অংশ নেয়। পদযাত্রাটি শহরের ভায়না মোড় থেকে বের হয়ে চৌরঙ্গী মোড়, ঢাকা রোড় হয়ে ভায়না এলাকায় এসে শেষ হয়। পথসভা শেষে জাতীয় নাগরিক পার্টি নড়াইলের পথে রওনা হয়।