Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে দুর্নীতির বিরুদ্ধে সততা সংঘের বিতর্ক প্রতিযোগিতা

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০১:৫৫:৩৯ পিএম

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে সততা সংঘের সদস্যদের অংশগ্রহণে দুর্নীতির বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় যশোরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চার মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে কম্পিউটার লিট্ল জুয়েল্স স্কুল প্রথম, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ২য়, আকিজ আইডিয়াল স্কুল ৩য় ও রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় ৪র্থ হয়। সেরা বক্তা হিসেবে শংকরপাশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলের অধিনায়ক ফাতিমা সাকিব লিরাকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি করে বকুল গাছের চারাও দেওয়া হয়।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। উদ্বোধক ছিলেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক আল আমিন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপসহকারী পরিচালক কৃষ্ণপদ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক মাহবুব হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের প্রতিনিধি মাসুদ তাজ, অভিভাবক তমিজ উদ্দিন গাজী প্রমুখ।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র, মেডেলসহ বিভিন্ন শিক্ষাউপকরণ দেয়া হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)