কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আয়োজনে আসছে আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের পোলিং এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
৩০ জুন সোমবার দুপুর থেকে শুরু করে বিকাল পর্যন্ত মহিলা সদস্যদের নিয়ে শেষ করেন। পরবর্তীতে পুরুষ পোলিং এজেন্টদের নিয়ে বিকাল ৫ টা থেকে শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালায় জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার আমীর অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মোঃ বেলাল হুসাইন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস সহ যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ । এছাড়া উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার নায়েবে আমীর মাস্টার রেজাউল করিম, উপজেলা সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান,উপজেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবীদ তাজামুল ইসলাম দীপু, যুব বিভাগের সভাপতি আয়াতুল্লাহ খোমেনিসহ অন্যন্য দায়িত্বশীলগণ।