নিজস্ব প্রতিবেদক : যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল (৫৩) কে আবারও ছুরিকাঘাতে জখম করেছ সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
নাজির শংকরপুর এলাকার একটি সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর নিজ বাড়ির সামনে বাবুল দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরধরে স্থানীয় যুবক তানভীরসহ অজ্ঞাত ৪/৫ জন তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এর আগে ২০২৩ সালের ২৯ মে রাত ৮ টার দিকে শহরের নাজির শংকরপুর চাতালের মোড়ের পাশেই সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন এক ডজন মামলার আসামি আফজাল হোসেন। পরদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার জানাজা ও দাফন শেষে ফিরে আসার পথে নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল।
সূত্রটি জানিয়েছে, একজন আইনজীবী ও কাউন্সিলর হলেও বাবুল ছিলেন সন্ত্রাসীদের মদদদাতা। তিনি নিজেও সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন। সন্ত্রাসী আফজাল হত্যার পেছনে তার হাত রয়েছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে। সে কারণে তিনি হামলারও শিকার হয়েছিলেন। স্থানীয় ঝগড়া বিবাদ, জমি নিয়ে ঝামেলাসহ নানা সমস্যায় মানুষজন তার কাছে গেলে তিনি এর সুবিধা নিতেন বলে স্থানীয়ভাবে ব্যাপক প্রচার রয়েছে। জমি বিক্রি ও টাকা লেনদেনে সূত্রে তিনি আফজালকে হত্যা করান বলে অনেকে মনে করেন। তারই জেরে তিনি প্রথমবার জখম হয়েছিলেন। গত ৫ আগস্টের পর তিনি গোপনে চলাফেরা করতেন। পূর্বের রাগের সূত্র ধরে গত সোমবার ফের হামলার শিকার হয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছে।