কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে রাতের আঁধারে দাঁড়িয়ে থাকা বালুর ট্রাককে সাইড দিতে গিয়ে কোমল পানীয় বোঝাই একটি ট্রাক বৈদ্যুতিক পিলার ভেঙে নিয়ে খাদে পড়েছে। রোববার রাত দেড়টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল গুটলেতলা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রাক চালক যশোর ক্যান্টনমেন্ট এলাকার শরিফুল ইসলাম (৪৫) আহত হয়েছেন। সোমবার সকালে ঘটনাস্থলে গেলে ওই ট্রাক চালক জানান, রোববার রাতে যশোর শহর থেকে বাগেরহাট জেলার ফকিরহাটের উদ্দেশ্যে যাওয়ার পথে ওই স্থানে আসলে দাঁড়িয়ে থাকা বালুর ট্রাককে সাইড দিতে গিয়ে অসাবধানতাবশত তার ট্রাকটি (ঝিনাইদহ-ট ১১০৯৩১) বৈদ্যুতিক পিলার ভেঙে খাদে উল্টে পড়ে। ট্রাকে স্পিড, মোজো, জুসসহ বিভিন্ন কোমলপানীয় বোঝাই রয়েছে বলে তিনি জানান।