কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভার শুরুতে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। সভায় মাদক প্রতিরোধ, ইভটিজিং ও বাল্য বিয়ে বন্ধ, যানজট নিরসন ও আইনশৃংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোট পরিচালনাসহ বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের কনফারেন্স রুমের সভাতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, নবাগত কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, জামায়াতের মাও. ওলিয়ার রহমান. গণমাধ্যমকর্মী জামির হোসেন, আহসান কবির, হুমায়ুন কবির, নয়ন খন্দকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুসাইন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আজিজুল খাঁ, নজরুল ইসলাম রিতু, সরকারী নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা ও সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক তাদের ইউনিয়নের আইনশৃংখলার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।