নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে চক্রান্ত করছে। তারা বিভিন্ন দাবির অজুহাতে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যাতে করে ফ্যাসিস্ট দেশ বিরোধী পলাতক অপশক্তি আবার ফিরতে পারে। এ থেকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, যাতে করে কোন ভাবেই বিরোধী অপশক্তি ফিরে আসতে না পারে।
সোমবার যশোর নগর মহিলা দলের ৬ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
যশোর পিটিআই সড়কের অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন অন্যায় অপকর্ম তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। শেখ হাসিনা চক্রান্ত করে বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছিল, কিন্তু দেশ ছাড়া করতে পারেনি। কারণ বিএনপির সাথে বরাবরই দেশের জনগণ আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা জনবিচ্ছিন্ন ছিল বলেই, নির্যাতিত নিপীড়িত জনগণই তাকে দেশ থেকে বিতাড়িত করে।
সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী নুরুন নাহার। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু।