Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়া সীমান্তে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ১০:১৭:০০ এম

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি। রোববার (২৯ জুন) কলারোয়া সীমান্তের মাদরা, হিজলদি, চান্দুড়িয়া ও তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ ওষুধ উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, চান্দুড়িয়া বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কাদপুর থেকে ৩৫  হাজার টাকার, হিজলদি বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের হিজলদি কুলবাগান থেকে ২ লাখ ১০ হাজার টাকার ও মাদরা বিওপির সদস্যরা সীমান্তের চান্দা মাঠ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে। এছাড়া তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া থানাধীন শালবাগান ও নটিজঙ্গল নামক স্থান থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে। সবমিলিয়ে কলারোয়া সীমান্তে রোববার বিজিবির অভিযানে ৫ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি সদস্যরা আটক করতে পারেননি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক  লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত রোববার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)