Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জ পৌরসভার ৭৬ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ১০:২৬:১৯ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ৭৬ কোটি ৭৯ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার বেলা ১১ টায় পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। এবারের বাজেটে আয় ও ব্যয় সমান রাখা হয়েছে। 

বাজেটে আয় ব্যয়ের মধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৮ কোটি ৩১ লাখ টাকা। অপরদিকে বাজেটে রাজস্ব থেকে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ২৫ লাখ ৫১ হাজার ও উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ২৪ লাখ টাকা।

পৌরসভার আয়ের খাত গুলির মধ্যে রয়েছে, হাটবাজার ইজারা, নাগরিকসেবা, রাস্তা ও ড্রেনের কাজে বরাদ্দের ৫০ শতাংশ প্রাপ্তসহ প্রশিক্ষণ ও সভা সেমিনার। ব্যয়ের খাতগুলি হলো রাস্তা, ড্রেন, লাইটিং, পানির লাইন, বস্তি উন্নয়ন ও স্যানিটারি ইত্যাদি। 

পৌর প্রশাসক দেদারুল ইসলামের সভাপতিত্বে পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পাঠ ও উপস্থাপন করে শোনান, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব পৌর ইঞ্জিনিয়ার হাসান কবির। এরপর পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর কবিরের সঞ্চালনায় বাজেটে উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনাতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, সরকারি মাহাতাব উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈই, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মাহাবুবুর রহমান, যুগ্ম আহবায়ক ইলিয়াস রহমান মিঠু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জামায়াত নেতা ওলিয়ার রহমান, সাংবাদিক শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, আজাদ রহমান, জামির হোসেন, শাহরিয়ার আলম সোহাগ, আরিফ মোল্ল্যা, হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, শহীদ নুর আলী কলেজে অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু ও ব্যবসায়ী নেতা আব্দুল আলিম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)