Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে ১৭৫৫ কেজি কারেন্ট ও দোয়াড়ি জাল জব্দ, ধ্বংস

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৯:৪৪:২৭ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জে জেলা প্রশাসনের টাস্কফোর্স টিম এক অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বড় বাজারের ৭ দোকানে অভিযান চালিয়ে কারেন্ট জাল ও চায়না দোয়াড়ি জব্দ করা হয়।

ঝিনাইদহ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলামের নেতৃত্ব এ অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম জানান, বিজিবি ফোর্স নিয়ে কালীগঞ্জ শহরের বড় বাজারে এক অভিযান চালান। এ সময় মাছ বাজার সংলগ্ন ৪ প্রতিষ্ঠান থেকে ৯৯৫ কেজি অবৈধ কারেন্ট জাল ও ৭৬০ কেজি অবৈধ চায়না দোয়াড়ি জাল জব্দ করেন। যার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। এছাড়াও একই অপরাধে আরো ৭ প্রতিষ্ঠানে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ জেলা টাস্কফোর্স টিমের এ অভিযানে ১১ মামলা করা হয়। শেষে দুপুরের পর জব্দকৃত অবৈধ জালগুলি উপজেলা চত্বরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)