Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়া পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ১০:২৬:১৯ এম

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন)  দুপুর ১ টায় পৌরসভার সম্মেলন কক্ষে ৩১ কোটি ৬৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৯৫ লাখ টাকা। সবমিলিয়ে ৩১ কোটি ৬৬ লাখ ২ হাজার ৫শ ১৩ টাকা ৫০ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর প্রশাসক বাজেট ঘোষণাপূর্ব বক্তব্যে কলারোয়া পৌরসভার উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পৌরসভার ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে বলে তিনি জানান। একই অনুষ্ঠানে পৌরসভার শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শহর সমন্বয় কমিটি সভায় পৌরসভার সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ। উভয় অনুষ্ঠানে আলোচনা করেন টিএলসিসির কনসালটেন্ট বজলুর রহমান, উপজেলা প্রকৌশলী এমরান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, যুব উন্নয়ন কর্র্মকতা পুলক কুমার শিকদার , সমাজসেবা কর্মকর্তা নুরে আলম নাহিদ, কলারোয় পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ, পৌর সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুছ আলি বাবু, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, টিএলসিসির সদস্য সাবেক পৌর কাউন্সিলর শেখ ফারুক আহমেদ, কলারোয়া প্রেসক্লাবের সদস্য সচিব এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক আতাউর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর কর নির্ধারক নাজমুল হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)