কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জে সাড়ে ১৩ ফুট উচ্চতার দুই গাঁজার গাছসহ আলমগীর হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ওই গাঁজা গাছের ওজন (কাচা অবস্থায়) সাত কেজি। বুধবার বেলা ১২ টার দিকে থানা পুলিশ শহরের আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গাঁজার গাছ উদ্ধারসহ তাকে আটক করে। আটক আলমগীর ওই গ্রামের নদীপাড়া এলাকার হবিবার রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম জানান, শহরের আড়পাড়া গ্রামে এক বাড়িতে গাজার চাষ করা হচ্ছে এ সংবাদের ভিত্তিতে বুধবার এস আই তকিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনের বাড়িতে তল্লাশী চালিয়ে তার বাড়ির আঙিনায় রোপণকৃত দুইটি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে আটক করে। গাছ দু’টির উচ্চতা প্রায় সাড়ে ১৩ ফুট এবং ওজন সাত কেজি। পুলিশ জানায়, আটক আলমগীর নিজেই তার বাড়ির আঙিনায় ওই গাঁজার গাছ দুটি রোপণ করেছিলেন বলে স্বীকার করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।