Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে চাল আত্মসাতকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৯:২১:০৭ এম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জে অসহায় দুঃস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফ এর চাল আত্মসাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ১০ নম্বর কাষ্টভাঙ্গা ইউনিয়নের জামতলা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে কাষ্টভাঙ্গাসহ কয়েকটির গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়।

কাষ্টভাঙ্গা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধনে অংশ নেয়া গ্রামবাসী অভিযোগ করে বলেন, গত ৩ জুন ঈদের ৩ দিন আগে সরকারিভাবে ইউনিয়নের অসহায় দুস্থ মানুষের জন্য ভিজিএফ এর চাল বরাদ্ধ দেয়া হয়। বরাদ্দকৃত ওই চালের মধ্যে প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও মেম্বর হজরত আলী ৩০ মণ চাল আত্নসাত করে। পরে সেই চাল কাষ্টভাঙ্গা গ্রামের মৎসচাষী মোহন লাল অমিতের নিকট বিক্রি করে। এ ঘটনা জানাজানি হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। তারা ঘটনাস্থলে গিয়ে ওই চাল জব্দ করে এবং গ্রাম পুলিশের তত্ত্বাবধানে রেখে আসেন। এ ঘটনা নিয়ে উপজেলা প্রশাসন সহকারী কমিশনার (ভূমি) শাহীর আলমকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু এর ২২ দিন অতিবাহিত হলেও আজও তদন্ত সম্পন্ন বা চাল আত্মসাতকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এতে ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী। তারা অভিযুক্ত দুই মেম্বরসহ চাল আত্মসাতকারী জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক শাস্তির দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে ঘোষণা দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও ইছালী কলেজের প্রভাষক মিজানুর রহমান মিলন, কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাবেক মেম্বর ফিরোজ ইকবাল, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মাহবুবুর রহমান ব্যবসায়ী অমিত হাসান ও সোহেল রানা প্রমুখ। শেষে দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদের দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করে। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)