Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বারবাজারে সন্ত্রাস চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ১০:৩৩:২৫ এম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জ বারোবাজারে চাঁদাবাজী, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। রোববার বিকেলে বারোবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বারবাজার বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশ করে।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা ছাত্র দলের সহ সাংগাঠনিক সম্পাদক সামিউল সামি, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন ও বারোবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু বাক্কার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বারোবাজারে বার আওলিয়ার পবিত্র ভূমিতে সাম্প্রতিক সময়ে অপহরণ, চাদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে গেছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়ছে। সেই সাথেই মাদকের ব্যবসা ও মাদকসেবীদের তৎপরতাও বেড়ে গেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)