কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালিগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা খাইরুল ইসলাম, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বরত) মোফাজ্জেল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জন্নু রাইন ও উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহরিয়ার আকাশসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মেলায় ৩ টি স্টল প্রদর্শন করা হয়েছে। ৩ দিনব্যাপী এ মেলায় শোভা পাচ্ছে আম, জাম, কাঠাল, কলা, জামরুল, লেবু, ড্রাগন সহ প্রায় অর্ধশত বিভিন্ন মৌসুমী ফল। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত মেলাটি চলবে আগামী ২১ জুন শনিবার। দেশীয় ফলের উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়াতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। এছাড়া ১২ জন কৃষি উদ্যোক্তাদের মাঝে ১ টি করে ভার্মিকম্পোজ সার তৈরির যন্ত্র বিতরণ করা হয়।