কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে একশ পিস সিলডেনাফিল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি। রোববার (১৫ জুন) কলারোয়া থানাধীন মাদরা, হিজলদি ও কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ ওষুধ উদ্ধার করেন। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাদরা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী রাজপুর নামক স্থান থেকে একশ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করেন। অপরদিকে হিজলদি বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের ফুলবাগান নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে। একই দিনে কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্তের কেঁড়াগাছি থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত রোববার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।