আমি মিশে আছি বাংলার মৃত্তিকায়

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৮:২০:১৮ এম

----সন্দ্বীপ কুমার ঘোষ

আমি মিশে আছি বাংলার
আকাশে বাতাসে
শ্যামলী বাংলার নদী জলে
মিশে আছি আমি আকাশের তাঁরায়
নদীর স্রোতের ধারায়!
চন্দ্র সূর্য গ্রহ রাজীর মাঝে
সকাল সন্ধ্যা সাঁঝে।

মিশে আছি আমি স্বাধীনতা পতাকায়
গর্ভধারিনী জননীর সুধাময় অধরে
লক্ষ লক্ষ শহীদ ভাইয়ের কবরে
আমি মিশে আছি জনতার হৃদয়ে
মিশে আছি শত সহস্র খবরে!

আমি মিশে আছি শস্য শ্যামল বাংলার
সোনার ফসলের মাঠে
মিশে আছি আমি বাঙালির অস্তিমর্জায়
এই বাংলার পথে ঘাটে
স্রোতশ্বিনী বঙ্গোপসাগরের বাটে!
মিশে আছি আমি পরম আদরে
আম গাছ জাম গাছ বাঁশঝাড়ের সাথে।

আমি মিশে আছি পদ্মা মেঘনা যমুনা
ব্রক্ষ্মপুত্রের স্র্রোতের ধারায়!
মিশে আছি আমি বাংলার যত
গরীব দুঃখীর বস্তি পাড়ায়
যেখানে খাদ্যের হাহাকার ঝরায়!
তবু বাংলার কাঁদা মাটি মাড়ায়।

আমি মিশে আছি লক্ষ শহীদের খুনে
মিশে আছি সহস্র আন্দোলনে!
মিশে আছি ষোল কোটি  বাঙালির হৃদয়ে
আমি মিশে আছি বাংলা মায়ের কোলে!
আমি মিশে আছি খাঁটি বাঙালি বলে।।