উপশহর ও নওয়াপাড়া ইউনিয়নে ফাতেমা আনোয়ারের নির্বাচনী সমাবেশ

এখন সময়: বৃহস্পতিবার, ৬ জুন , ২০২৪, ০৭:১৫:২২ এম

 

নিজস্ব প্রতিবেদক: আসন্ন সদর উপজেলা নির্বাচনে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার বৃহস্পতিবার উপশহর বিব্লক বাজার ও নওয়াপাড়া ইউনিয়নে নির্বাচনী গণসমাবেশ করেছেন।

বিকেলে উপশহর বিব্লক বাজার অনুষ্ঠিত নির্বাচনী গণসমাবেশ প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান।

উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রত্ন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, জেলা যুবলীগের সদস্য সৈয়দ মুনসুর আলম, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস, সদর উপজেলা কৃষক লীগের সহসভাপতি সেলিম ইকবাল প্রমুখ। এসময় স্থানীয় মেম্বার ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা বিপ্লব সুলতান বিপু।

সন্ধ্যায় নওয়াপড়া ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী গণসমাবেশ করেন ফাতেমা আনোয়ার।

প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান।

 নওয়াপড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস, নিলু মজুমদার প্রমুখ।