১৭ পদের জন্য লড়ছেন ৬৫ প্রার্থী

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ

এখন সময়: বৃহস্পতিবার, ৬ জুন , ২০২৪, ০৮:৫৯:৫৮ এম

 

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক নির্বাচন আজ শুক্রবার। ১৭ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৫ প্রার্থী। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি সিটি কলেজে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাহবুবুর রহমান মজনু। শনিবার  সকাল ৮টা থেকে  ভোট গণনা করা হবে। ৮ হাজার ২৩৯ ভোটার ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। বৃহত্তর এ শ্রমিক সংগঠনের নির্বাচনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

বিভিন্ন পদের প্রার্থীরা হলেন সভাপতি পদে সেলিম রেজা মিঠু (ডাল রেন্স), মামুনুর রশিদ বাচ্চু (মিনার) ও শাহেদ হোসেন জনি (হেলিকপ্টার), সহসভাপতি পদে আসাদুজ্জামান সুমন (গরুর গাড়ি), আবু হাসান (আনারস), মারুফ হোসেন (বটগাছ),  রতন অধিকারী (মই), রবিউল হোসেন লবিন (তবলা), ষষ্টি দত্ত (তরবারি) ও হাদিউজ্জামান (চরকা), সাধারণ সম্পাদক পদে  ইমান আলী  (গোলাপফুল),  আব্দুল ওয়াদুদ (বাইসাইকেল) ও মোর্ত্তূজা হোসেন (ফুটবল), যুগ্ম সম্পাদক পদে  মিজানুর রহমান (একতারা) ও রবিউল ইসলাম মিন্টু গাজী (মোড়গ), সহসাধারণ সম্পাদক পদে কাবিবুর রহমান টুটুল (বালতি), কামরুল ইসলাম (হাতুড়ি), মুজিবর রহমান সরদার (হাঁস), রফিকুল হাসান ডাবলু (ময়ূর), সেলিম রেজা (মোমবাতি) ও হারুন অর রশিদ ফুলু (মাইক), সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতান (কোদাল) ও রিয়াজ উদ্দিন (কলা), প্রচার সম্পাদক পদে  জাহাঙ্গীর হোসেন (কুলা), শেখ নান্টু (তীর ধনুক), আব্দুর রাজ্জাক (উট), আব্দুর রহমান মিন্টু (ঠেলা গাড়ি) ও আব্দুর রহিম খাঁ বাবু (খেজুর গাছ), কোষাধ্যক্ষ পদে কামাল হোসেন (হাতি), নজরুল ইসলাম (টেবিল ফ্যান) ও শহিদুল ইসলাম (স্লাইড রেন্স), কার্যকরী সদস্য পদে ইমরান ( কুঁড়েঘর), ইসরাফিল (হাতপাখা), এনায়েত হোসেন (দোয়েল পাখি), এমদাদুল হক (চশমা), এরশাদ আলী (তারা), আব্দুল আজিজ (টেলিভিশন),  আনোয়ার বিশ্বাস (পানির বোতল), আবু মুসা (কলস), আলী হুসাইন (বাস), আসিফ খান (বাঘ), আসাদুজ্জামান (দোয়াত-কলম),  আব্দুল করিম (কলম), আবু কাশেম (গাভী), শেখ চঞ্চল (ঘোড়া), জাকির হোসেন (গামছা), জাহাঙ্গীর হোসেন (চিংড়িমাছ), জাহাঙ্গীর হোসেন (প্রজাপতি), ডাব্লু  তরিকুল ইসলাম(ছাতা), মোহাম্মদ আলী (কাস্তে),  মিজানুর রহমান (ঘুড়ি), মনিরুজ্জামান মনি (মোটরসাইকেল), মনিরুল ইসলাম (টায়ার),  খন্দকার মাসুদুজ্জামান (দেয়াল-ঘড়ি), আব্দুর রউফ ( পাঞ্জা), শেখ রাজু ( রুই মাছ), রবিউল ইসলাম (আম), শিমুল বিশ্বাস (রিক্সা), শহিদুজ্জামান সহিদ (হরিণ),  হাফিজুর রহমান (ডাব) মার্কা।