ঝিকরগাছায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শিবির শুরু

এখন সময়: বৃহস্পতিবার, ৬ জুন , ২০২৪, ১১:০৯:৫৯ এম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় বৃহস্পতিবার শুরু হয়েছে সাঁতার প্রশিক্ষণ শিবির। জেলা ক্রীড়া অফিসের বার্ষিক কর্মসূচির আওতায় ঝিকরগাছা উপজেলার বি এম হাই স্কুল পুকুরে মাসব্যাপী এ অনাবাসিক প্রশিক্ষণ চলবে। বেলা ১২ টার দিকে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বিএম স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাঁতার প্রশিক্ষক আব্দুল মান্নান, ক্রীড়া সংগঠক নুরুল আরিফিন, ক্রীড়া শিক্ষক বসির আহমেদ, শরিফুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর। প্রাথমিকভাবে অংশ নেয়া ৭০ জনের মধ্যে ৩০ জনকে নির্বাচন করা হয় মাসব্যাপী এ প্রশিক্ষনের জন্য।