দেশ বরেণ্য লেখক হোসেনউদ্দিন হোসেনের জীবন সংকটাপন্ন

এখন সময়: বুধবার, ৫ জুন , ২০২৪, ০৪:৫৬:১৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বরেণ্য প্রাবন্ধিক হোসেনউদ্দিন হোসেন (৮৩) গুরুতর অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। সিটিস্ক্যান রিপোর্টে তার ব্রেইন ড্যামেজ ধরা পড়েছে। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হতে পারে। হোসেনউদ্দিন হোসেনের ছোট মেয়ে শাহানাজ রাহানা রত্না জানান, ২০১৯ সালে বাবার ওপেন হার্ট সার্জারি করা হয়। পরবর্তীতে গল ব্লাডারে পাথর ধরা পড়ে। এ ছাড়াও তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে গত মঙ্গলবার (১৪ মে) বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। এদিন তাকে যশোর শহরের কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়া সিএমএইচে স্থানান্তর করা হয়। তিনি জানান, ১৬ মে (বৃহস্পতিবার) বাবার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। বেশির ভাগ সময় সেন্সলেস থাকছেন (চেতনাহীন)। কেউ ডাকলে একটু আধটু চোখ মেলে দেখছেন। রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেছে। যে কারণে প্রতিদিন ২ ব্যাগ রক্ত লাগছে। তিনি আরো জানান, সিটিস্কান রিপোর্টে ধরা পড়েছে বাবার ব্রেইন ড্রামেজ হয়ে গেছে। এ ছাড়া বাবার ফুসফুসে পানি জমেছে। হোসেনউদ্দীন হোসেন ১৯৪১ সালের ২৮ ফেব্রুয়ারি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা অর্জনের পর ঝিকরগাছা উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ১৯৫৭ সালে ম্যাট্রিক পাস করেন। ১৯৫৯ সালে সম্পন্ন করেন উচ্চ মাধ্যমিক। ১৯৫৫ সালে তার প্রথম কবিতা কলকাতার দৈনিক পত্রিকা লোকসেবকে প্রকাশিত হয়। পরবর্তীতে তার বিভিন্ন প্রবন্ধ, গল্প, কবিতা ঢাকা ও কলকাতার বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়া শুরু করে। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন।