নওয়াপাড়ায় হোটেল ও ফার্মেসিসহ  ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

এখন সময়: রবিবার, ১৯ মে , ২০২৪, ০২:০৫:৩৬ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভয়নগরের নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্টসহ চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। অবৈধ প্রক্রিয়ায় খাবার উৎপাদন ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য রাখার অপরাধে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। রোববার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম।

সকাল ১০টার দিকে ভোক্তার অভিযানিক দল নওয়াপাড়া বাজারে অভিযানে যায়। এ সময় সাতক্ষীরা প্লাসে অভিযান কালে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির জন্য রাখার অপরাধে মামলা দিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এরপর অভিযানিক দল প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালায়। অভিযানকালে নোংরা পরিবেশ ও বিক্রির উদ্দেশ্যে বাসি খাবার ফ্রিজে সংরক্ষণের অপরাধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া একই বাজারে মেডিসিন কর্ণার ও শাহ ফার্মেসিতে অভিযান চালিয়ে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য ফার্মেসিতে রাখার অপরাধে মামলা দিয়ে ১৫ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযানকালে ক্যাব সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।