যশোরে সুজনের খুলনা বিভাগীয় কর্মপরিকল্পনা সভা

দুর্নীতি ও দুর্বৃত্তায়ন রোধে প্রয়োজন সব রাজনৈতিক দলের ঐকমত্য : ড. বদিউল আলম

এখন সময়: শুক্রবার, ১০ মে , ২০২৪, ১১:২৫:৩৭ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) খুলনা বিভাগীয় কর্মপরিকল্পনা সভা হয়েছে। শনিবার সকালে জয়তী সোসাইটি মিলনায়তনে এই সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন একদল সক্রিয় মানুষ। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এখনই সময় জেগে ওঠার। বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশটা সোনার বাংলা হোক। কিন্তু নাগরিকদের নিস্ক্রিয়তার কারণে দেশ ও জাতি বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্নীতি ও দুর্বৃত্তায়ন রোধে প্রয়োজন সব রাজনৈতিক দলের ঐকমত্য।

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুজনের অভয়নগর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, মেহেরপুর জেলার গাংনী উপজেলার ইউনিয়ন সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বাঘারপাড়া উপজেলা সভাপতি মোস্তাক মোর্শেদ, খুলনার ইয়োথ লিডার সাধনা ইসলাম, কেশবপুরের সাধারণ সম্পাদক  মুনসুর আলি, সাতক্ষীরার অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ, খুলনার সহসভাপতি এস এম সোহরাব হোসেন, বাঘারপড়ার সুজন সদস্য দিলরুবা পারভীন, খুলনার সদস্য শেখ আইনুল হক, যশোর সদরের সদস্য জসিম উদ্দীন, মণিরামপুরের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বাঘারপাড়ার আমেনা খাতুন, সাতক্ষীরা কালীগঞ্জের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, খুলনা মহানগরীর সদস্য সচিব কুদরত ই খুদা, বাগেরহাটের সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম ঠান্ডু, কুষ্টিয়ার সভাপতি গোলাম রসুল বাবলু, নড়াইলের সাধারণ সম্পাদক মাহফুজা রহমন লবি, ঝিনাইদহ জেলার নজরুল ইসলাম, মেহেরপুরের সৈয়দ জাকির হোসেন ও মণিরামপুরের  আব্বাস উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সালেহা বেগম।