মহেশপুরে পানি ভেবে ঘাস পোড়া ওষুধ পানে মুদি দোকানির মৃত্যু

এখন সময়: শনিবার, ১১ মে , ২০২৪, ০৩:৫০:৫০ এম

 

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর: তাপদাহের মধ্যে পানি ভেবে ঘাসপোড়া ওষুধ পান করে মৃত্যু হয়েছে মুদি দোকানদার শহিদুজ্জামান শাহীন (৪০) এর। তিনি মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

প্রতিবেশীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে নিজ দোকানে বসে থাকা অবস্থায় প্রচণ্ড তাপদাহের মধ্যে তৃষ্ণা পায় শহীদুজ্জামান শহিদের। এ সময় তিনি দোকানে মোজর বোতলে থাকা ঘাস পোড়া ওষুধ পান করেন।

প্রতিবেশীরা আরো জানান, এ সময় তার ভাই সাজেদুল ইসলাম গ্রামের পল্লী চিকিৎসক সামাদের কাছে নিলে সেখানে ওয়াস করানোর পর শহীদুজ্জামান শহিদকে বাড়িতে আনা হয়। পরে রাতে সে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে চুন্নির আইট গ্রামের গ্রাম্য চিকিৎসক দুলালের কাছে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইউপি সদস্য নাসির উদ্দীন জানান, নিজের দোকানে মোজর বোতলে থাকা কোমল পানি ভেবে ঘাস পোড়া ওষুধ পান করে। এর কিছু সময়ের মধ্যে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে গ্রামে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ভৈরবা পুলিশ ফাঁড়ির আইসি এস আই আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,

এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।