মোরেলগঞ্জে করোনায় মৃত্যু ২, আক্রান্ত ৩০

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৮:৩৮:২৮ এম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে করোনায় আক্রান্ত দু’জনের মৃত্যু হয়েছে ও গত সাত দিনে ৩০ জন আক্রান্ত হয়েছে। করোনা প্রতিরোধে পৌরসভার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নিলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। জনসাধারণ মাস্ক ছাড়া অবাধে ঘোরাফেরা করছে ।

কোভিড -১৯ পজেটিভ নিয়ে শনিবার মৃত্যুবরণ করছে নিশানবাড়িয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের কৃষক আব্দুল ওহাব শেখ (৬৫)। ৫ সন্তনের বাবা কৃষক ওহাব শেখ মোরেলগঞ্জ হাসপাতালে পরীক্ষা করিয়ে করোনা পজেটিভ পান। একইদিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন পূর্ব বহরবুনিয়া গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান আকন (৪৫)। তিনি মোরেলগঞ্জ হাসপাতালের পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছিলেন। অবস্থা খারাপ হওয়ায় পরে তাকে খুলনায় নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, গত ১ সপ্তাহে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। সর্বশেষ রোববার ৮ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের পজেটিভ মিলেছে। এর মধ্যে পৌরসভার মধ্যে পজেটিভ রোগী বেশি বলে তিনি জানান ।

করোনা সংক্রমণ রোধে ইতোমধ্যে মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় কড়া বিধি নিষেধ আরোপ করেছেন পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার। রোগীর সন্ধান পাওয়া বাড়িগুলো লকডাউন করেছেন। নিয়মিত মাইকিংও চলছে। পৌর শহরে জীবানুনাশক ওষুধ প্রয়োগ করে স্প্রে দেয়া হচ্ছে সর্বত্র।