লোহাগড়া উপজেলা নির্বাচনে ১৭ জনের মনোনয়নপত্র দাখিল

এখন সময়: শনিবার, ৪ মে , ২০২৪, ০৫:২২:৪৬ এম

 

মাহফুজুল ইসলাম মন্নু,  লোহাগড়া : নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জনসহ ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান পুরুষ ৭ জন, ভাইস-চেয়ারম্যান মহিলা ৩ জন রয়েছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে. এম ফয়জুল হক রোম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম শরিফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুন্সী নজরুল ইসলাম (সাবেক নিবন্ধক-আই.জি.আর), বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল শাখার সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না ও আওয়ামী লীগ নেতা আইয়ুব হোসেন।

এছাড়া, ভাইস-চেয়ারম্যান পুরুষ পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কাশিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য কামরুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান, জয়পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কে এম মোস্তফা কামাল লিওন,  জয়পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, আওয়ামী লীগ নেতা আজম মোল্যা, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান।

ভাইস-চেয়ারম্যান মহিলা পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী মহিলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিসেস কনিকা ওছিউর, পৌর মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছা. কাকলি বেগম।

ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে লোহাগড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,১০,৭৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১,০৫,৭৮৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১,০৪,৯৮৩ জন। এই উপজেলা ১২ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত।