ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন জমা

এখন সময়: বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ০৬:২৬:০৪ পিএম

এম আলমগীর, ঝিকরগাছা: আসন্ন দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার জমাদানের শেষদিনে তারা সবাই মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সদস্য, মো. সেলিম রেজা এবং মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল হোসেন। একই দিনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী বিশ্বাস এবং পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিন্টু। এছাড়া সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আছিয়া বেগম, জেসমিন সুলতানা, আমেনা খাতুন এবং সাবেক জেলা পরিষদ সদস্য মোছা. শাহানা আক্তার। এরমধ্যে জেসমিন সুলতানা পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করে মনোনয়ন জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। আগামী ২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে একটানা এ ভোট চলবে। ঝিকরগাছা উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২লাখ ৬৩হাজার ১শ ৬৮ জন।