ষাঁড়ের উত্ত্যক্তের জেরে বৃদ্ধ চাচাকে হত্যা !

এখন সময়: বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ১১:০০:০৮ পিএম

 

ফরহাদ খান, নড়াইল: ষাঁড়ের উত্ত্যক্তের জের ধরে কথা কাটাকাটির ঘটনায় ভাইপোর বিরুদ্ধে বয়োঃবৃদ্ধ চাচা মিলু শেখকে (৬৩) হত্যার অভিযোগ উঠেছে । গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে নড়াইলের নড়াগাতী থানার ডুমুরিয়া পশ্চিমপাড়ায়।

পরিবারের সদস্যরা জানান, ভাইপো মাসুম শেখের একটি ষাঁড় পাশের গোয়াল ঘরে ”াচা পলাশদের গরুগুলোকে প্রায়ই উত্ত্যক্ত করত। এ ঘটনায় গত ১৭ জুন বিকেলে চাচা পলাশ ও ভাইপো মাসুম শেখের কথা কাটাকাটি হয়। এ সময় পলাশের বড় ভাই মিলু শেখ ঠেকাতে গেলে মাসুম সাইজ কাঠ দিয়ে তার মাথার আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। অসুস্থ মিলু শেখকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে গত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় মিলু শেখের পরিবার সুষ্ঠু বিচার দাবি করেন।

প্রতিবেশী হুসাইন বলেন, চেঁচামেচি শুনে ওই বাড়িতে গিয়ে দেখি গরু নিয়ে কথা কাটাকাটি হয়েছে। সালমা বেগম জানান, মাসুমের ষাঁড়টি প্রতিদিন পলাশের গরুগুলোকে উত্ত্যক্ত করত। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে।  এদিকে ঘটনার পর অভিযুক্ত মাসুম শেখদের বাড়িতে দেখা যায়নি।

এ বিষয়ে নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। মিলু শেখ হার্টের রোগি ছিলেন বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।