কালীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১২:৪৮:৪৯ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে সুসংগঠিত রাখতে কালীগঞ্জ উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ ও শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুই সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে সামাজিক সম্প্রীতির র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে এক মতবিনিমিয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, সাবেক ইউপি সদস্য ইজ্জত আলী, উপজেলা জামে মসজিদের খতিব রুহুল আমিন সৌরভ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার অধিকারী, পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ, এনজিও কর্মী শিবুপদ বিশ^াস, পূজা পরিষদের সাংগাঠনিক সম্পাদক বিপ্লব বিষœু ও খৃষ্টান মিশনারীজের পুরোহিত প্রমুখ। এছাড়াও সমাবেশে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও উপজেলার সকল দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে অনুরুপভাবে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভাতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষায় সকল পূজামণ্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত হয়। এছাড়াও পূজার সকল কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি নির্দেশনা মেনে চলার প্রতি অনুরোধ জানানো হয়। সভাতে সনাতন ধর্মের উপজেলার সকল মন্দিরের পুরোহিতসহ মন্দির কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।